প্রেমিক হতে মন পাগলামি চায়,
নাকি পাগলেই প্রেম হয়ে যায় , চিন্তা করেছো আগে?
জানতে চেয়েছো কি কখনো এ জীবনে কেনই বা প্রেম জাগে?
সাগরের ঢেউ মনে নিতে চেয়ে,
আর পাহাড়ের জলও ঐ বুকে নিয়ে, নদী কি বলেছে এসে?
জেনেছো কি কিসে ভিজিছে চোখ, দুপাড়ের মাটি, প্রেম-শোক-ভালোবেসে?
ঘন নীল পটে আল্পনা এঁকে,
নাকি নীল বিষে ক্ষত ঢেকে রেখে , মেঘ কি বলেছে কথা?
শুনেছো কি তুমি জলধারা হয়ে ঝরে, কেন সে ফুরায় একা?
তুমি কি কখনো এসব ভেবেছো নিজে,
মেলেনি যা কিছু হিসাব তোমার খুঁজে, রাখোনি হৃদয়ে স্মৃতি,
আরেকটিবার খুলে দেখো সেই পাতা, প্রেম – নদী – মেঘ, আরও যা যা আছে চারপাশে, ইতিউতি।
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0