জানতে চেয়ে

প্রেমিক হতে মন পাগলামি চায়,
নাকি পাগলেই প্রেম হয়ে যায় , চিন্তা করেছো আগে?
জানতে চেয়েছো কি কখনো এ জীবনে কেনই বা প্রেম জাগে?
সাগরের ঢেউ মনে নিতে চেয়ে,
আর পাহাড়ের জলও ঐ বুকে নিয়ে, নদী কি বলেছে এসে?
জেনেছো কি কিসে ভিজিছে চোখ, দুপাড়ের মাটি, প্রেম-শোক-ভালোবেসে?
ঘন নীল পটে আল্পনা এঁকে,
নাকি নীল বিষে ক্ষত ঢেকে রেখে , মেঘ কি বলেছে কথা?
শুনেছো কি তুমি জলধারা হয়ে ঝরে, কেন সে ফুরায় একা?
তুমি কি কখনো এসব ভেবেছো নিজে,
মেলেনি যা কিছু হিসাব তোমার খুঁজে, রাখোনি হৃদয়ে স্মৃতি,
আরেকটিবার খুলে দেখো সেই পাতা, প্রেম – নদী – মেঘ, আরও যা যা আছে চারপাশে, ইতিউতি।

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!
Scroll to Top