কাল শেষ রাতে,
মিশে ছিল যে আর্দ্রতা বাতাসের সাথে-
হিমের পরশে এসে ঘন হয়ে নেমে এলো ঘাসের ডগায়,
শিশির বিন্দু হয়ে,
জানেনি কেউ কখনো কী বুকে নিয়ে-
ক্ষণকাল চোখ মেলে নিঃশব্দে সে কেন যে পৃথিবীর হৃদয়ে হারায়?
একথাই ভেবে হারা কুল,
এতদিন ধরে কেউ ধরায়নি সে ঠিক নাকি ভুল-
হিমের পরশে এসে পৃথিবীর বুকে মিশে গিয়েছিল যে জলের কণা,
সেই ফিরে এসে,
সাগরের বুক হয়ে শেষ রাতে বাতাসেই মেশে-
শিশির বিন্দু হয়, জীবন চক্রাকারে, জানি আমি তুমি বুঝবে না।
অচেনা সে দুখ,
অশ্রুর রূপে একা সারারাত ঝরিয়ে যে সুখ-
হৃদয়ের মাঝে যা সাগরের ঢেউ হয়, মুছে দিয়ে যায় বেদনা,
দুই বাহুডোরে,
রাত শেষে ভালোবেসে কতদিন পেয়েছি যে তারে,
পাওনি তুমি তা নিজে, দেখনি কখনো খুঁজে, জীবনের এ সুখ-যন্ত্রণা।
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0