অচেনা সুখ

কাল শেষ রাতে,
মিশে ছিল যে আর্দ্রতা বাতাসের সাথে-
হিমের পরশে এসে ঘন হয়ে নেমে এলো ঘাসের ডগায়,
শিশির বিন্দু হয়ে,
জানেনি কেউ কখনো কী বুকে নিয়ে-
ক্ষণকাল চোখ মেলে নিঃশব্দে সে কেন যে পৃথিবীর হৃদয়ে হারায়?
একথাই ভেবে হারা কুল,
এতদিন ধরে কেউ ধরায়নি সে ঠিক নাকি ভুল-
হিমের পরশে এসে পৃথিবীর বুকে মিশে গিয়েছিল যে জলের কণা,
সেই ফিরে এসে,
সাগরের বুক হয়ে শেষ রাতে বাতাসেই মেশে-
শিশির বিন্দু হয়, জীবন চক্রাকারে, জানি আমি তুমি বুঝবে না।
অচেনা সে দুখ,
অশ্রুর রূপে একা সারারাত ঝরিয়ে যে সুখ-
হৃদয়ের মাঝে যা সাগরের ঢেউ হয়, মুছে দিয়ে যায় বেদনা,
দুই বাহুডোরে,
রাত শেষে ভালোবেসে কতদিন পেয়েছি যে তারে,
পাওনি তুমি তা নিজে, দেখনি কখনো খুঁজে, জীবনের এ সুখ-যন্ত্রণা।

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!
Scroll to Top