বৃথা আশা

আমি হেরেছি অনেকবার,
বিশ্বাস করো এই হাতখানা হাতেতে নিয়েছি যার,
এই বুক ভরে নিঃশ্বাস নিয়ে, এই মন প্রাণ সবটুকু দিয়ে,
অবহেলা ঘৃণা সবটুকু সয়ে, তারই হাতে সংহার!
আমি হেরেছি সেই আবার।

আমি সয়েছি অনেক দুখ,
মানো কী না মানো তারই মাঝে আমি খুঁজেছি টুকরো সুখ,
দুই চোখ হলে অশ্রুসজল, মন ঢেকে কথা হেসেছি অতল,
ধরেও ধরিনি কী বা তার ছল, কত ব্যথা সয় এ বুক!
আমি দুখেই মেনেছি সুখ।

আমি ভুলেছি ফেরার পথ,
সারথি বিহীন সপ্ত অশ্ব ভেঙেছে সাধের রথ,
মহাবিশ্বের গোলকধাঁধায়, সূর্য চন্দ্র গ্রহ বা তারায়,
ক্ষুদ্র জীবন কীভাবে হারায়, হেলায় হারে শপথ,
আমি পাইনি ফেরার পথ।

তবু স্বপ্ন আসে যে আজ,
এই পোড়া মনে অজানা কারণে কেন জাগে রাঙা সাজ?
রূপকথা যদি ফিরে আসে পাশে, ফিনিক্স আবার চোখ মেলে হাসে,
বিস্তৃত ডানা ছড়ায় আকাশে, শেষবার পরে তাজ!
তাই জেগে আছি আমি আজ!
শুধু সেরে যেতে শেষ কাজ।

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!
Scroll to Top