আগুন পাখি

আগুন পাখির নাম শুনেছি মুখেতে তার অগ্নি জ্বলে,
সূর্য নিজেও নিজের বুকে শুনেছি রোজ আগুন ঢালে;
আগুন নাকি হৃদয় মাঝে ভালোবাসার শিকড় বাড়ায়,
সেই আগুনের উত্তাপে রোজ মানুষ সুখের ফসল কুড়ায়;
অনেক আগে পাথর যুগে আমরা যখন অগ্নি হারা,
প্রতিকূল এই ধরিত্রীতে মানুষ ছিল ছন্নছাড়া,
আগুন হাতের মুঠোয় পেয়ে দাবিয়ে নিলো এই পৃথিবী,
তখন থেকেই সেই তো রাজা বাকিরা সব প্রজার ছবি!
জ্বলবে আগুন নিভবে আগুন তোমার আমার ইচ্ছে মতো,
এই ভয়েই কী থাকলো দূরে সূর্য নিয়ে আগুন যত?
অহংকারের আগুন মনে এমনি করেই মেলছে ডানা?
মানুষ নিজেই আত্মহারা তুচ্ছ করে জগৎখানা?
সবই হল আগুন নিয়ে বুঝতে নারি সহজ কথা,
আগুন যদি পোড়ায় জমিন পাখির কেন ডানায় ব্যথা?
ফসল যদি জ্বলতে থাকে আগুন মানুষ জ্বালায় বনে,
এতো বড় আকাশ পেয়েও জ্বালা কেন পাখির মনে?
আবার ধরো শিখা ছাড়াই আগুন জ্বলে আমার বুকে,
আগুন নেভার পরেও সেথায় আগুন কেন জ্বলেই থাকে?
প্রশ্ন শুধুই অবিরত আমার মনে আসছে ভেসে,
জ্বলছে আগুন আমার ডানায় দেখেও তুমি রইলে বসে?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!
Scroll to Top