রাখি

ছোট্ট সে এক শব্দ এসে,
বসলো একা জানলা পাশে,
এই শ্রাবণের শেষের পথের পূর্ণিমাতে-
অনেক দিনের সুপ্ত আশা,
মনের কোণের ভালোবাসা,
আনলো সাথে বৃষ্টিধারায় সিক্ত হতে।
হাতের পরে হাতটা এসে,
বাঁধবে যে প্রাণ সুতোর রেশে,
তার কী মাপার সত্যি কোনো একক থাকে –
ছোট্ট সুতোয় ভরসা থাকুক,
কী আসে লোক নাই বা দেখুক,
ভাইয়ের হাতে বোনের রাখির মর্যাদাকে।
সম্পদেরও সীমা আছে,
তুচ্ছ সেসব মনের কাছে,
অনুভূতির গন্ডি কী আর যায় রে মাপা-
হোক না দুটো জীবন মিলে,
গভীর কোনো ছন্দ এলে,
রাখির দিনে এই শ্রাবণে সেই যে দেখা!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!
Scroll to Top