ছোট্ট সে এক শব্দ এসে,
বসলো একা জানলা পাশে,
এই শ্রাবণের শেষের পথের পূর্ণিমাতে-
অনেক দিনের সুপ্ত আশা,
মনের কোণের ভালোবাসা,
আনলো সাথে বৃষ্টিধারায় সিক্ত হতে।
হাতের পরে হাতটা এসে,
বাঁধবে যে প্রাণ সুতোর রেশে,
তার কী মাপার সত্যি কোনো একক থাকে –
ছোট্ট সুতোয় ভরসা থাকুক,
কী আসে লোক নাই বা দেখুক,
ভাইয়ের হাতে বোনের রাখির মর্যাদাকে।
সম্পদেরও সীমা আছে,
তুচ্ছ সেসব মনের কাছে,
অনুভূতির গন্ডি কী আর যায় রে মাপা-
হোক না দুটো জীবন মিলে,
গভীর কোনো ছন্দ এলে,
রাখির দিনে এই শ্রাবণে সেই যে দেখা!
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0