একদিন নিভে যাবে দিনের আকাশ, একদিন থেমে যাবে নতুন সকাল,
একদিন নেমে এসে রাতের আঁধারে, শিকড় বিছিয়ে নেবে অকাল পাতাল,
একদিন চোখ মেলে নতুন কুঁড়ি, সূর্য পাবেনা বুঝে ঢেকে নেবে মুখ,
একদিন পাতা ঝরা সব শেষ হবে, মহীরুহ জানবে না জীবনের সুখ,
একদিন নীল বিষ রঙহীন হবে, অমৃত রঙহারা সাজ নেবে কালো,
একদিন হিংসাও লাল ছাড়া হবে, প্রেমও হারাবে ঠিক সবুজের আলো,
একদিন জানবো না হয়তো বা আমি,শিশির বা শিউলির ঝরবে কে শেষে,
সেইদিন হয়তো বা অসীম কালোয়,হারিয়ে রইবো আমি তারি সাথে মিশে।
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0