একদিন

একদিন নিভে যাবে দিনের আকাশ, একদিন থেমে যাবে নতুন সকাল,
একদিন নেমে এসে রাতের আঁধারে, শিকড় বিছিয়ে নেবে অকাল পাতাল,
একদিন চোখ মেলে নতুন কুঁড়ি, সূর্য পাবেনা বুঝে ঢেকে নেবে মুখ,
একদিন পাতা ঝরা সব শেষ হবে, মহীরুহ জানবে না জীবনের সুখ,
একদিন নীল বিষ রঙহীন হবে, অমৃত রঙহারা সাজ নেবে কালো,
একদিন হিংসাও লাল ছাড়া হবে, প্রেমও হারাবে ঠিক সবুজের আলো,
একদিন জানবো না হয়তো বা আমি,শিশির বা শিউলির ঝরবে কে শেষে,
সেইদিন হয়তো বা অসীম কালোয়,হারিয়ে রইবো আমি তারি সাথে মিশে।

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!
Scroll to Top