রাতের আঁধারে একা দেখেছো কী তুমি-
কোটি কোটি তারা জেগে রয়, খোলা আকাশের বুক চুমি, ছায়াপথ জুড়ে,
মুঠো মুঠো ভাঁটফুল ফুটে আছে বুঝি-
যে পথে যাইনি আমি, যে পথের বুকে তবু খুঁজি, সুখ আছে ভাবি থরে থরে;
কাছের মানুষ যারা সময়ের কোলে -;
আমাকে একলা ফেলে, একদিন জানিনা কীসের তরে গিয়েছিল চলে, না ফেরার দেশে,
সেখানে রয়েছে তারা, সেই ছায়াপথে-
আমি জেগে রই একা, বুক ভরা আঁধারের সাথে, চেয়ে দেখি তাদেরকে ভাঁটফুল বেশে;
রাত আসে রাত যায়, জানি একা একা-
চোখ চেয়ে একলা সে দেখা, সেও বুঝি একদিন মেলে দেবে পাখা, ঠাঁই পাব ঐ ভাঁটফুলে,
খসে পড়া তারা ফিরে যাবে মহাকাশে-
একদিন, তুমি জানো, রয়ে গেছি পৃথিবীর বুকে আমি সব শেষে, শুধু ভালোবেসে;
আমাকেও খুঁজো চেয়ে ছায়াপথে, তারাদের কোলে।
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0