পাইনের শেষে

“পাইনের শেষে”
যেখানে সীমানা থামে পাইনের সারি নামে, গায়ে গায়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচে,
যেখানে আমি ও তুমি, আমাদের স্মৃতিগুলো, আঙুলে আঙুল ছুঁয়ে ভালোবেসে ফুল হয়ে বেঁচে ,
যেখানে অনেক পাখি সারাদিন ডাকাডাকি, কত কাজ, কত কথা বলে,
আর শুধু একবার এ জীবন দূরে ফেলে আমি তুমি সেখানেই চল যাই চলে।

যেখানে আকাশ জাগে, যে আকাশে রঙ লাগে, যে রঙের উপমা না হয়,
যেখানে আমরা একা, বাকি সব ধুলোমাখা, অতীতের যত কথা চুপচাপ সব মুছে যায়,
যেখানে বৃষ্টি আসে, টুপ্ টুপ্ জল খসে, পৃথিবীর অনাদি আদিম এক রূপে,
চল যাই দু’জনেতে, রামধনু স্বপ্নতে, পায়ে পায়ে হেঁটে ফিরি ফেলে আসা সুখে।

কবেকার রূপকথা, খুশি হাসি আর ব্যথা, মনে যারা পাপড়ি ছড়ায়,
কবেকার ভিজে চুল, জুঁই বেল চাঁপা ফুল, এলোমেলো ছবি হাতড়ায়,
কবেকার পাইন আর কুয়াশার সে পাহাড়, একা আমাদের সাথী হতে,
চিঠি পাঠালো ডাকে, আমাকে ও তোমাকে, হারিয়েছ তুমি চোরা স্রোতে?
যেখানে সীমানা থামে পাইনের সারি নামে, একবার চল বসি হাত রেখে হাতে।

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!