জীবন্ত বিগ্রহ

তার চোখে আমি স্বপ্ন খুঁজেছি, চোখের পাতায় জল-
দুই হাতে তাকে বুকেতে নিয়েছি, হারিয়ে শৈত্য ছল;
ধুলো মাটি ছেড়ে এই হাত ধরে উঠতে দেখেছি রোজ,
সবটুকু আশা, ব্যথা ও ভরসা, সেই রেখেছিল খোঁজ!
ঝড় উঠেছিল, বর্ষার সাথে বিজলী এসেছে নেমে,
তার দুটি পায় এ ছত্রছায় তবুও থাকেনি থেমে;
দিন গিয়ে রাত এসেছে আবার, রাত শেষ হয়ে দিন,
চরাচর মাঝে এ দুই জীবনে জমেছে অনেক ঋণ,
তবু এ হিসাব এবং কিতাব, তুচ্ছ করেছে মন,
আমি টানি রথ, বিগ্রহ সম , ভালোবাসা, ছোট বোন।

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

drsajalsur

কবিতা

ঝন্টুকাকার হঠাৎ করে খেয়াল এল টাকের তলায়,গ্লাসের জলের উপরটুকু উনি …

তুমি বলেছিলে, শ্রাবণের ঝিরিঝিরি সারাদিন বৃষ্টিতে মাটির উনুনে ধোঁয়ার গন্ধ …

তোর বাড়ির লাল দেওয়ালের পাশে,পোড়া ইঁটের রঙ লাল হয় তুই …

ছোটগল্প

বিনসা রোজ বেরোয় বেশ ভোরে। ঋষপের মোনাস্ট্রির ঠিক উল্টো দিকে …

একপেট ভাত খেয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে জানালা দিয়ে ভেসে …

আমি গ্রামের দিকে যাই সপ্তাহান্তে। সেখানে গাছপালা খুবই বেশি। তাল, …

error: Content is protected !!
Scroll to Top