তার চোখে আমি স্বপ্ন খুঁজেছি, চোখের পাতায় জল-
দুই হাতে তাকে বুকেতে নিয়েছি, হারিয়ে শৈত্য ছল;
ধুলো মাটি ছেড়ে এই হাত ধরে উঠতে দেখেছি রোজ,
সবটুকু আশা, ব্যথা ও ভরসা, সেই রেখেছিল খোঁজ!
ঝড় উঠেছিল, বর্ষার সাথে বিজলী এসেছে নেমে,
তার দুটি পায় এ ছত্রছায় তবুও থাকেনি থেমে;
দিন গিয়ে রাত এসেছে আবার, রাত শেষ হয়ে দিন,
চরাচর মাঝে এ দুই জীবনে জমেছে অনেক ঋণ,
তবু এ হিসাব এবং কিতাব, তুচ্ছ করেছে মন,
আমি টানি রথ, বিগ্রহ সম , ভালোবাসা, ছোট বোন।
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0