পথের বাঁকের ধারে , অচীনপুরের পরে , বিরাট দীঘির কাজল কালো জলে,
আজকে সকাল বেলা,জ্যষ্টি ভাসায় ভেলা, বর্ষা এল অঝোর ডানা মেলে;
পাড়ার যত ছেলে, সমস্ত কাজ ফেলে, দেখি হৈ হৈ করে ঝাঁপায় দীঘির কোলে,
হারিয়ে যাওয়া গানে, আমার এ মন প্রাণে, কেন জলছবি এক আকুল ঢেউয়ে দোলে?
শুকনো মাটির বুকে , বৃষ্টি আসে ঝেঁপে, যেন পিয়াস মেটায় প্রথম প্রেমে পিয়া,
রুক্ষ মনের জমি , সিক্ত হল চুমি, এক মেঘ বালিকার সজল লাজুক হিয়া;
শীতল বাতাস আসে , পুবের থেকে ভেসে, তাল সুপারি দুলছে শিখায় দিয়া
যেমন কাঁপে সাঁঝে, আমার মনের মাঝে, কেন এলোমেলো সকল স্মৃতির খেয়া?
জীবন পথের বাঁকে, দুঃখ সুখের শাখে, স্বপ্ন দেখার বিহঙ্গদের নীড়ে,
উঁকি দিতেই দেখি, রয়েছে সব ঠিকই , দোয়াত কালি তেমনি আছে পড়ে;
ছেলেবেলার খুশি, অনেক রাশি রাশি, কতো ছবি তুল্য সম হীরে,
চোখের মণির পরে, আজ ঝাপসা হয়ে ঝরে, একলা আমি, গেছে বর্ষা ফিরে ফিরে।
আজ ইচ্ছে মনের দ্বারে , ভিড়বো জীবন পাড়ে , বৃষ্টি ভেজা আমার অচীনপুরে।